ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

টোল নিতে দেরি, টোলকর্মীর কলার ধরে শাসালেন বিএনপি নেতা

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫ | ২২:২৩ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৫ | ২২:৪৩

চট্টগ্রামের শাহ আমানত সেতুর টোল প্লাজায় টোল নিতে দেরি হওয়ায় কর্মরত এক টোলকর্মীকে (কম্পিউটার অপারেটর) লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে।

শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে থাকলেও রোববার (২৬ জানুয়ারি) রাতে ওই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে।

অভিযুক্ত ওই বিএনপি নেতার নাম নাজমুল মোস্তফা আমিন। তিনি লোহাগাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক। এ ছাড়া তিনি জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক বলেও জানা গেছে।

ঘটনার কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, শুক্রবার দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শাহাদাত হোসেনসহ বিএনপির নেতাকর্মীরা গাড়িবহর নিয়ে সাতকানিয়া উপজেলায় যাচ্ছিলেন। গাড়িগুলো ধীরে ধীরে টোল প্লাজা অতিক্রম করছিল। টোল নিতে দেরি হওয়ায় নাজমুল মোস্তফা গাড়ি থেকে নেমে টোল প্লাজার বুথে প্রবেশ করেন এবং এক টোলকর্মীর ওপর ক্ষুব্ধ হন।

সেসময় ওই টোলকর্মীকে শাসানোর পাশাপাশি তার টি-শার্টের কলার ধরে লাঞ্ছিত করেন নাজমুল মোস্তফা। টোল প্লাজার বুথে থাকা কম্পিউটারের মনিটরে আঘাতও করেন তিনি। ঘটনার আকস্মিকতায় টোল বক্সে কর্তব্যরত অন্যান্য কর্মীরাও আতঙ্কিত হয়ে পড়েন।

এবিষয়ে জানতে চাইলে শাহ আমানত সেতুর ইজারাদার প্রতিষ্ঠান সেল-ভ্যান জেভির প্রকল্প ব্যবস্থাপক সুমন ঘোষ বলেন, এখানে গুরুতর কোনও ঘটনা ঘটেনি। শুক্রবার দুপুরে গাড়ির চাপ বেশি ছিল। এসময় এক ব্যক্তি (বিএনপির নেতা) টোলের বুথে প্রবেশ করে টোলকর্মীকে বকাঝকা করেন। আমরা বিষয়টি ঊর্ধ্বতন মহলকে জানিয়েছি। শুনেছি এসময় গাড়িবহরে সিটি মেয়র অপেক্ষামান ছিলেন।

অভিযোগের বিষয়ে জানতে নাজমুল মোস্তফা আমিনের বক্তব্য পাওয়া না গেলেও চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন গণমাধ্যমকে বলেন, এসময় আমার কোনও গাড়িবহর ছিল না। আমার শুধু একটি ফোর্স ছিল, যারা নিরাপত্তার দায়িত্বে ছিল। দুপুরে টোল প্লাজায় জ্যাম দেখে আমি গাড়ি থেকে নেমে হেঁটে পাশের মসজিদে চলে যাই। দ্রুত সময়ে কীভাবে টোল আদায় করা সম্ভব সে বিষয়েও আমি সংশ্লিষ্টদের কাজ করতে আহ্বা‌ন জানাই।

আরও পড়ুন

×