ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

এক দিন পর গাছ থেকে নামানো গেল বিড়ালটি

এক দিন পর গাছ থেকে  নামানো গেল বিড়ালটি

কুকুরের তাড়া খেয়ে গাছে উঠে পড়া বিড়ালটিকে ফায়ার সার্ভিস কর্মীদের উদ্ধারের চেষ্টা - সমকাল

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫ | ২২:৪০ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২৫ | ০২:৫৬

কুকুরের তাড়ায় প্রাণ বাঁচাতে মেহগনি গাছের মগডালে উঠে পড়ে বিড়ালটি। তীব্র শীতের মধ্যে সেখানেই পার করে দেয় গোটা একটি দিন। অবশেষে নাটোরের বাগাতিপাড়া উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিস কর্মীদের চেষ্টায় বিড়ালটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। 

ঘটনার শুরু রোববার সকাল ৮টার দিকে। উপজেলা পরিষদের পল্লি ভবনের সামনে একটি কুকুরের তাড়া খেয়ে বিড়ালটি উঠে পড়ে মেহগনি গাছের মগডালে। সেখান থেকে আর নামতে পারেনি বিড়ালটি। গতকাল সোমবার সকালে নিজ কার্যালয়ে এসে বিষয়টি নজরে পড়ে উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা গৌতম কুমারের। শীত-কুয়াশায় বিড়ালটির কষ্ট হচ্ছে ভেবে তিনি বিষয়টি জানান সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া মমতাজকে। তাঁর কাছ থেকে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আসেন ঘটনাস্থলে। 

বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফজলুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় প্রায় ৫০ ফুট উঁচু গাছ থেকে বিড়ালটিকে জীবিত উদ্ধার করা হয়েছে। পরে সেটিকে নিরাপদ জায়গায় ছেড়ে দেওয়া হয়েছে। 
 

আরও পড়ুন

×