পঞ্চগড় রেলস্টেশন: ট্রেনও আসে না, যাত্রীও নেই

পঞ্চগড় রেল স্টেশন
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫ | ১৩:৩২
রেল স্টাফদের কর্মবিরতির ফলে দেশের অন্য এলাকার মতো পঞ্চগড়ের যাত্রীরাও ভোগান্তিতে পড়েছেন। মঙ্গলবার সকালে পঞ্চগড় স্টেশনে এসে ট্রেন না পেয়ে ফেরত যান অনেকে। ট্রেন চলাচল বন্ধ থাকার কারণে অলস সময় কাটাচ্ছেন স্টেশন মাস্টার, টিকিট কাউন্টারের কর্মী থেকে শুরু করে এলাকার শ্রমিক, অটোরিকশা ও ইজি বাইকচালকরা।
পঞ্চগড় রেলস্টেশন সূত্র জানায়, সর্বোত্তরের শুরুর জেলা পঞ্চগড় রেল স্টেশন দেশের মধ্যে সবচেয়ে বেশি দূরত্বে অবস্থিত। এই স্টেশন থেকে প্রতিদিন পঞ্চগড় এক্সপ্রেস, দুরন্ত এক্সপ্রেস, একতা এক্সপ্রেস, বাংলাবান্ধা এক্সপ্রেস, কাঞ্চন কমিউটার এবং দোলনচাঁপা এক্সপ্রেসসহ ৬টি ট্রেন নিয়মিত যাতায়াত করে। কর্মবিরতির ফলে বন্ধ রয়েছে এসব ট্রেন চলাচল। তবে সোমবার রাতে রাজশাহী থেকে ছেড়ে আসা বাংলাবান্ধা এক্সপ্রেস এবং ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেস মঙ্গলবার সকালে পঞ্চগড় রেলওয়ে স্টেশনে পৌঁছেছে। তবে ঘোষণা ছাড়াই হঠাৎ ট্রেন চলাচল বন্ধে পঞ্চগড় থেকে ঢাকা, রাজশাহী, রংপুরগামী যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।
ইজিবাইক চালক রহিবুল ইসলাম বলেন, আমরা রেলস্টেশনের যাত্রী পরিবহন করি। এখন এখানে এসে দেখি ট্রেনও আসে না, যাত্রীও নেই। যারা এসেছিলেন তারা ট্রেন না পেয়ে চলে গেছেন।
তেঁতুলিয়া উপজেলার ভজনপুর এলাকা থেকে আসা যাত্রী সাইফুল ইসলাম বলেন, আমার রংপুর যাওয়া জরুরি ছিল। ভেবেছিলাম ট্রেনে যাব। কিন্তু এসে শুনলাম রেল ধর্মঘট চলছে। নিরুপায় হয়ে ফেরত যাচ্ছি। এখন বিআরটিসি বাস বা অন্য কোনও মাধ্যমে যেতে হবে।
পঞ্চগড় রেলস্টেশনের স্টেশনমাস্টার মাসুদ পারভেজ বলেন, আমরা সময়মতো স্টেশনে এসেছি। অফিস খুলেছি। আমাদের টিকিট কাউন্টার খোলা রয়েছে। কিন্তু যেহেতু ট্রেন চলাচল করছে না, সে কারণেই যাত্রীরাও ট্রেনের টিকিট কাটছেন না। পঞ্চগড় থেকে সকালে কোনও ট্রেন ছেড়ে যায়নি তবে ঢাকা থেকে সোমবার রাতে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস এবং রাজশাহী থেকে ছেড়ে আসা বাংলাবান্ধা এক্সপ্রেস স্টেশনে পৌঁছেছে।
- বিষয় :
- কর্মবিরতি
- ট্রেন চলাচল বন্ধ