ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ভোলায় পরিবহন শ্রমিকদের সংঘর্ষে আহত অর্ধশতাধিক, যানবাহনে আগুন

ভোলায় পরিবহন শ্রমিকদের সংঘর্ষে আহত অর্ধশতাধিক, যানবাহনে আগুন

সংঘর্ষের সময় পাঁচটি অটোরিকশা ও দুটি বাসে আগুন দেওয়া হয়। ছবি: সমকাল

ভোলা প্রতিনিধি

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫ | ০৫:২৬

ভোলায় বাস শ্রমিকদের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশা চালকদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে সাংবাদিকসহ উভয় পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এ সময় পাঁচটি অটোরিকশা ও দুটি বাসে আগুন দেওয়া হয়েছে। 

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালে এ সংঘর্ষ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পুলিশ, কোস্ট গার্ড, নৌবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

সংঘর্ষের ঘটনায় বাস শ্রমিক ও অটোরিকশাচালকরা একে অপরকে দায়ী করে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। 

বাস মালিক সমিতির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সেলিম বলেন, পৌর সভার নির্দেশ অনুযায়ী অটোরিকশা মালিকদের আমরা বাসস্ট্যান্ড থেকে অটোরিকশা সরিয়ে নিতে বলেছি। এ কারণে তারা উত্তেজিত হয়ে আমাদের ওপর হামলা চালিয়ে বাসে আগুন দেয়। এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচার না করা পর্যন্ত জেলা অভ্যন্তরীণ রুটে সব বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দেন তিনি।

অটোরিকশা ও হালকা যান শ্রমিক সমিতির সভাপতি মাকসুদুর রহমান বলেন, উচ্ছেদের কোনো নোটিশ না দিয়ে বাস শ্রমিকরা আমাদের ওপর হামলা করেছে। অটোরিকশায় আগুন দিয়েছে। তাদের হামলায় ১৫ অটোরিকশাচালক আহত হয়েছেন। এদের মধ্যে ৬ জন ভোলা সদর হাসপাতাল ও  একজন বরিশাল হাসপাতালে চিকিৎসাধীন।

ভোলার অতিরিক্ত পুলিশ সুপার রিপন কুমার সরকার বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। কতজন আহত হয়েছেন আমরা এখনও নিরূপণ করতে পারিনি। তালিকা হচ্ছে। 

আরও পড়ুন

×