ট্যাংক-লরি শ্রমিকদের কর্মবিরতি স্থগিত, জ্বালানি তেল উত্তোলন শুরু

ছবি-সমকাল
খুলনা ব্যুরো
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫ | ১১:৫০ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২৫ | ১৩:০৬
প্রশাসনের আশ্বাসে চতুর্থ দিনে কর্মবিরতি স্থগিত করেছে খুলনা বিভাগীয় ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়ন। সকাল ৮টায় খুলনার খালিশপুরের পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন এবং ১৬ জেলায় সরবরাহ শুরু করেছে তারা।
ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ মিজানুর রহমান মিজু জানান, প্রশাসন তাদের দাবি পূরণের আশ্বাস দিয়েছে। এর প্রেক্ষিতে তারা কর্মবিরতি আপাতত স্থগিত করেছেন। সকাল ৮টা থেকে ৩টি ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন এবং ১৬ জেলায় সরবরাহ শুরু হয়েছে।
এদিকে সকাল ৯ টার পর থেকে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেল বিক্রি স্বাভাবিক হয়।
- বিষয় :
- কর্মবিরতি প্রত্যাহার
- খুলনা