ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল ৫ জনের

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার দিগপাইত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ছবি- সংগৃহীত
জামালপুর ও সরিষাবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫ | ২১:২৭ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২৫ | ০৭:৩৪
জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের দিগপাইতে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার দিগপাইত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিএনজিচালক আব্দুর রাজ্জাক, যাত্রী এনাম ফকির, আরিফুল ইসলাম, আব্দুল করিম আলাল, আলম মিয়া (মিলিটারি)। গুরুতর আহত অবস্থায় আমজাদ হোসেন নামে এক যাত্রীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, টাঙ্গাইল জেলার মধুপুর থেকে ছেড়ে আসা একটি সিএনজি অটোরিকশার সঙ্গে ঢাকাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান সিএনজি অটোরিকশার চালকসহ চারজন। পরে স্থানীয়রা আহত দুইজনকে হাসপাতালে পাঠালে পথিমধ্যে একজনের মৃত্যু হয়। ঘটনার পরপরই পালিয়ে যায় ঘাতক ট্রাকটি। দুর্ঘটনায় উদ্ধার অভিযানে অংশ নিয়েছে ফায়ার সার্ভিস।
জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে আসি। স্পটে চারজনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখতে পাই। পরে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়। আমরা মরদেহগুলো উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছি। তিনি আরও বলেন, দুর্ঘটনার কারণে মহাসড়কের দুই পাশে যানজট সৃষ্টি হয়।
- বিষয় :
- জামালপুর
- সড়ক দুর্ঘটনা
- ট্রাকে দুর্ঘটনা