ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বাণিজ্য মেলায় ক্রেতা নিয়ে টানাটানি, তারপর যা ঘটল

বাণিজ্য মেলায় ক্রেতা নিয়ে টানাটানি, তারপর যা ঘটল

মেলায় ক্রেতা নিয়ে টানাটানি করতে গিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ছবি: ভিডিও থেকে নেওয়া

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫ | ২১:৪৯

নায়ায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রেতা নিয়ে টানাটানি করতে গিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২২ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বাণিজ্য মেলা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করেছে পুলিশ। পরে ঘটনাস্থল থেকে রাকিব ও হাবিব নামে দুইজনকে আটক করা হয়। সংঘর্ষের ঘটনায় মেলায় আগত দর্শনার্থীদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বিএম কালেকশন ও আশিক ফ্যাশন নামে ক্রোকারিজ ও ব্লেজারের দোকানের কর্মচারীরা নিজেদের দোকানে ক্রেতা নেওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে দুই দোকানের কর্মচারীরা লাঠিসোটা নিয়ে মারামারিতে জড়ায়। পরে একে-অপরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ শুরু করে। এ সময় পুলিশসহ উভয়পক্ষের অন্তত ২২ জন আহত হয়।

জেলা ‘গ’ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেদী ইসলাম বলেন, ক্রেতা টানার মতো মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ক্রোকারিজ ও ব্লেজার দোকানের কর্মচারীদের মাঝে মারামারির ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

আরও পড়ুন

×