ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ফুলবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

ফুলবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

সাকিবুল হাসান রাকিব।

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২২ জুন ২০২০ | ১২:২৫

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম সাকিবুল হাসান রাকিব। তিনি বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশলী বিভাগের শিক্ষার্থী ছিলেন।

রাকিব ফুলবাড়িয়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের কান্দানিয়া হরিণহাটা গ্রামের আব্দুল বারেক মন্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার বিকেলে রাকিব ও তার ছোট ভাই নিজ বাড়ির আঙ্গিনায় আম গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই রাকিবের মৃত্যু হয়। অল্পের জন্য বেঁচে যায় ছোট ভাই।

ফুলবাড়িয়া থানার ওসি (তদন্ত) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যায়, এটি খুবই মর্মান্তিক।

আরও পড়ুন

×