ফরিদপুর ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, শতাধিক মানুষের সেবা গ্রহণ

ওয়ালটন প্লাজা প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫ | ১৬:২৯
ফরিদপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, সর্দি-কাশিসহ বিভিন্ন রোগে আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।
বুধবার সকাল ১০টায় ওয়ালটন প্লাজা প্রাঙ্গণে এই ক্যাম্পের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর কোতোয়ালী থানার ওসি (তদন্ত) মো. জাফর, জেলা সমাজসেবার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওমর ফারুক, ওয়ালটন ফরিদপুরের রিজিওনাল ম্যানেজার অতনু রায়, রিজিওনাল ম্যানেজার মো. মিজানুর রহমান জোয়াদ্দার ও গোয়ালচামোট ওয়ালটন প্লাজার ম্যানেজার প্রকাশ চন্দ্র বিশ্বাস।
চিকিৎসাসেবা প্রদান করেন ফরিদপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সুলতানা তরী।
ফ্রি চিকিৎসাসেবা পেয়ে সুবিধাভোগীরা সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, ওয়ালটন প্লাজার উদ্যোগে আমরা বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেয়েছি, এজন্য আমরা কৃতজ্ঞ। এ ধরনের উদ্যোগ যেন ভবিষ্যতেও অব্যাহত থাকে।
এছাড়াও স্বাস্থ্যসেবা কার্যক্রমের পাশাপাশি ওয়ালটন পণ্য প্রদর্শনী ও কিস্তি মেলার আয়োজন করা হয়, যেখানে গ্রাহকদের ভালো সাড়া পাওয়া গেছে। ওয়ালটন প্লাজার কর্মকর্তারা জানান, দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে শতাধিক মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেছেন।
- বিষয় :
- ওয়ালটন
- ফরিদপুর
- মেডিকেল ক্যাম্প