কুষ্টিয়া থেকে নিখোঁজ গৃহবধূকে ঢাকায় উদ্ধার, যুবক গ্রেপ্তার

প্রতীকী ছবি
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫ | ১৯:৩০
কুষ্টিয়ার কুমারখালী থেকে নিখোঁজ হওয়া এক গৃহবধূকে ঢাকার আশুলিয়া থানা এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দায়ের হওয়া অপহরণ মামলায় ওই গৃহবধূর কথিত প্রেমিক আশিকুর রহমান আশিক নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতে তাদের উদ্ধার ও গ্রেপ্তারের পর রোববার আদালতে সোপর্দ করা হয়।
গৃহবধূর দাবি, আবেগের বশে প্রায় তিন মাস আগে আশিকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন।
গ্রেপ্তার আসামি আশিক (২৫) কুষ্টিয়া খোকসা উপজেলার জগলবা এলাকার কালাম শেখের ছেলে। অপরদিকে উদ্ধার গৃহবধূ একই উপজেলার বাসিন্দা।
এলাকাবাসী ও স্বজনদের ভাষ্য, উদ্ধার গৃহবধূ এক সন্তানের জননী। তিনি আশিকের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। এক পর্যায়ে স্বামীর ঘর ছেড়ে পালিয়ে যান। অপরদিকে আশিকেরও স্ত্রী রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ জানুয়ারি কুমারখালীর সদকী ইউনিয়নের জি ডি শামসুদ্দিন আহমেদ কলেজিয়েট স্কুল এলাকা থেকে ওই গৃহবধূকে অপহরণ করে ঢাকায় নিয়ে যান যুবক আশিক। এ ঘটনায় ১৬ জানুয়ারি কুষ্টিয়া নারী ও শিশু আদালতে মামলা নথিভুক্তের জন্য এজাহার দেন ওই তরুণীর মা। ২২ জানুয়ারি আদালতের নির্দেশে কুমারখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭ ধারায় একটি মামলা রুজু হয়।
মামলার বাদী ও তরুণীর মা বলেন, প্রেমের অভিনয় করে আসামি আশিক তাঁর মেয়েকে অপহরণ করেছিল। বিচারের আশায় মামলা করেছেন। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
গৃহবধূ বলেন, তাঁর একটি ছেলে সন্তান আছে। তবুও আবেগের বশে প্রায় তিন মাস আগে আশিকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। তিনি এখন স্বামীর সংসারে ফিরতে চান।
ওই গৃহবধূকে উদ্ধার ও আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কুমারখালী থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা আবু সায়েম জানান, উদ্ধার গৃহবধূ ও গ্রেপ্তার আসামিকে রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।