রাঙামাটিতে হাতি ও মানুষের দ্বন্দ্ব নিরসনে প্রশিক্ষণ অনুষ্ঠিত

ছবি- সমকাল প্রতিনিধি
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫ | ১৬:৫৭
বন্য হাতি সংরক্ষণ ও মানুষ-হাতির দ্বন্দ্ব নিরসনে সচেতনতা বাড়াতে রাঙামাটির শুভলংয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের উদ্যোগে এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সর্বশেষ সমীক্ষা অনুযায়ী, বাংলাদেশে মাত্র ২০০টির বেশি বন্য হাতি রয়েছে, যার মধ্যে প্রায় ৪০টি রাঙামাটির উত্তর বন বিভাগ এলাকায় বসবাস করে। তবে বাসস্থান ধ্বংস, খাদ্য সংকট ও বিচরণক্ষেত্র কমে যাওয়ার কারণে বন্য হাতিরা লোকালয়ে চলে আসছে, যার ফলে মানুষের সঙ্গে সংঘর্ষ বাড়ছে।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, হাতি থেকে মানুষকে বাঁচাতে হবে, আবার হাতির প্রাণও রক্ষা করতে হবে। এজন্য সবাইকে সচেতন হতে হবে এবং হাতির নিরাপদ আবাসস্থল সংরক্ষণ করতে হবে।
তিনি আরও জানান, হাতি ও মানুষের দ্বন্দ্ব কমাতে নিরাপদ করিডোর তৈরি ও স্থানীয়দের সচেতন করার জন্য এ ধরনের প্রশিক্ষণ অব্যাহত থাকবে।
শুভলংয়ের কাচালংমুখ বন শুল্ক ও পরীক্ষণ ফাঁড়িতে অনুষ্ঠিত এই প্রশিক্ষণে উপস্থিত ছিলেন, সহকারী বন কর্মকর্তা: শ্যামল কুমার মিত্র, শুভলং বন শুল্ক ফাঁড়ির স্টেশন কর্মকর্তা: মো. শরিফুল ইসলাম, আইইউসিএন বাংলাদেশ-এর প্রোগ্রাম অ্যাসোসিয়েট আবু হুরাইরাসহ আরও অনেকে।
বরুনাছড়ি ও কুরকুতিছড়ি এলাকার ১০ জন গ্রামবাসী এই প্রশিক্ষণে অংশ নেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সনদপত্র, ভেস্ট, হ্যান্ডমাইক, টর্চলাইট ও হুইসেল প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে একটি হাতি সুরক্ষা দল গঠন করা হয়, যা হাতি রক্ষা ও মানুষের জানমাল নিরাপদ রাখতে কাজ করবে।
- বিষয় :
- প্রশিক্ষণ কর্মশালা
- রাঙামাটি