ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

মানবতার জন্য মার্চে হানিফ বাংলাদেশি

মানবতার জন্য মার্চে হানিফ বাংলাদেশি

পঞ্চগড়ে মানবতার জন্য মার্চ কর্মসূচিতে হানিফ বাংলাদেশি ও তাঁর দুই সহযোগী সমকাল

 পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫ | ০০:৪২

এবার মানবতার জন্য মার্চ কর্মসূচি শুরু করেছেন আলোচিত হানিফ বাংলাদেশি। রোববার পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে তিনি এ কর্মসূচি শুরু করেন। সোমবার দুপুরে জেলা শহর প্রদক্ষিণ করেন।
এ সময় তাঁর সঙ্গে দলের সদস্য বরগুনার সাকিব আল হাসান ও কুড়িগ্রামের মাইদুল ইসলাম মুকুলও ছিলেন। এবার তাঁর সংগঠন বাংলাদেশ সমতা পার্টির ব্যানারে এই কর্মসূচি শুরু করেন।
এ নিয়ে হানিফ বাংলাদেশি জানান, মানবিক বাংলাদেশ এবং ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার দাবিতে তেঁতুলিয়া থেকে মার্চ ফর হিউম্যানিটি শুরু করেছি। বাংলাদেশ ক্রমান্বয়ে অমানবিক রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে। দেশের মানুষ এটা চাননি। দীর্ঘমেয়াদি বাংলাদেশ একটি ফ্যাসিস্টদের কবলে ছিল। মানুষ মনে করেছিলেন, এদের পরিবর্তন হলে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত হবে। বাকস্বাধীনতা নিশ্চিত হবে। কিন্তু দিন দিন ভিন্নমতের স্বাধীনতা সংকুচিত হচ্ছে। এ অবস্থা থেকে পরিত্রাণের লক্ষ্যে এ কর্মসূচি। প্রতিদিন একটি জেলা প্রদক্ষিণ করে মার্চে টেকনাফে গিয়ে কর্মসূচি শেষ হবে।
 

আরও পড়ুন

×