ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

কারামুক্ত জাকারিয়া পিন্টুসহ বিএনপি নেতাদের সংবর্ধনা

কারামুক্ত জাকারিয়া পিন্টুসহ বিএনপি নেতাদের সংবর্ধনা

ঈশ্বরদীতে শেখ হাসিনার ট্রেনে হামলা মামলায় কারামুক্ত আসামিদের সংবর্ধনা সমকাল

 পাবনা অফিস ও ঈশ্বরদী প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫ | ০০:৩৫

একে একে খালাশ পেলেন ঈশ্বরদীতে শেখ হাসিনার ট্রেনবহরে হামলার অভিযোগে দায়ের করা মামলায় আসামিরা। গতকাল মঙ্গলবার উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে তাদের সংবর্ধনা দেওয়া হয়।
শহরের পুরোনো মোটরস্ট্যান্ডে কারামুক্ত নেতাদের গণসংবর্ধনা দেওয়া হয়। এ সময় বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, আলোচিত মামলাটির আইনজীবী জামিল আখতার এলাহী প্রমুখ।
১৯৯৪ সালে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে হামলা ও গুলিবর্ষণের মামলা হয়। ওই মামলায় ২০১৯ সালের ৩ জুলাই বিএনপির ৫২ জন নেতাকর্মীর মধ্যে ৯ জনকে ফাঁসি, ২৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং ১৩ জনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সোমবার পাবনা কারাগার থেকে মুক্তি লাভ করেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু, বিএনপি নেতা শহিদুল ইসলাম অটল ও যুবদল নেতা মোস্তফা নূরে আলম শ্যামল। মঙ্গলবার রাজশাহী কারাগার থেকে মুক্তি লাভ করেন ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলু, সাবেক প্যানেল মেয়র শামছুল আলম, বিএনপি নেতা এ কে এম আখতারুজ্জামান ও যুবদল নেতা আজিজুর রহমান শাহীন। 
একই দিন  পাবনা কারাগার থেকে মুক্তি পান ঈশ্বরদী কলেজের সাবেক ভিপি যুবদল নেতা রেজাউল করিম শাহিন। আজ বুধবার ঢাকার কেরাণীগঞ্জ কারাগার থেকে মুক্তি পাওয়ার কথা সাবেক ছাত্রনেতা মাহবুবুর রহমান পলাশের।  

আরও পড়ুন

×