ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতার ভাতিজাকে কোপাল শ্রমিক লীগ নেতার ভাতিজা

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতার ভাতিজাকে কোপাল শ্রমিক লীগ নেতার ভাতিজা

আহত পিয়াল মাতুব্বর

ফরিদপুর অফিস ও সালথা প্রতিনিধি

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫ | ১৭:১৪ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৫ | ১৮:২৭

ফরিদপুরের সালথা উপজেলা বিএনপির সহসভাপতি মো. শাহিন মাতুব্বরের ভাতিজা মো. পিয়াল মাতুব্বরকে (২৫) কোদাল দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। আজ রোববার দুপুরে সালথা বাজারে নিজেদের ওয়াল্টন শোরুমে তাকে কুপিয়ে জখম করে উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাহমুদ আশরাফ টুটু চৌধুরীর ভাতিজা মো. বাহার চৌধুরী। পরে উত্তেজিত জনতা শ্রমিক লীগ নেতা টুটু চৌধুরী বাড়ি ও তার ভাই লুলু চৌধুরীর দোকানে হামলা চালায়।

জানা গেছে, এলাকার আধিপত্য নিয়ে শ্রমিক লীগ নেতা টুটু চৌধুরীর সঙ্গে বিএনপি নেতা শাহিন মাতুব্বরের বিরোধ চলছিল। এই বিরোধের জেরে টুটু চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপি নেতা শাহিন মাতুব্বর ও তার ভাই সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বরকে নিয়ে বিতর্কিত পোস্ট দিয়ে আসছিলেন। বিষয়টি নিয়ে উভয় দলের মধ্যে উত্তেজনা চলছিল।

আজ দুপুরে নিজেদের ওয়াল্টন শোরুমে ছিলেন বিএনপি নেতা শাহিনের ভাতিজা পিয়াল। এ সময় শ্রমিক লীগ নেতা টুটু চৌধুরীর ভাতিজা বাহার শোরুমে যান এবং কোদাল নিয়ে এসে পিয়ালকে কুপিয়ে জখম করে পালিয়ে যান। পরে উত্তেজনা জনতা টুটু চৌধুরীর বাড়িতে হামলা চালায়। এ সময় টুটুর ভাই লুলু চৌধুরীর দোকানও ভাঙচুর করে তারা। গুরুতর আহত পিয়ালকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সালথা উপজেলা বিএনপির সহসভাপতি শাহিন মাতুব্বর বলেন, টুটু চৌধুরী আওয়ামী সন্ত্রাসী। এলাকায় ত্রাস সৃষ্টি করতে মাঝে মাঝেই টুটু চৌধুরী ও তার ভাই-ভাতিজারা সাধারণ মানুষকে মারধর করে। টুটুর ছত্রছায়ায় তার ভাতিজা বাহার চৌধুরী নানা অপকর্মে জড়িত। সালথা বাজারে যাকে-তাকে মারধর করে। আজ দুপুরে আমার ভাতিজা পিয়াল দোকানে কাজ করছিল। এ সময় টুটুর নির্দেশে হঠাৎ দোকানে এসে পিয়ালকে কুপিয়ে জখম করে বাহার। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর তাদের দোসররা সবাই পালিয়ে গেলেও টুটু চৌধুরী এলাকায় দাপটের সঙ্গে অপকর্ম করে বেড়াচ্ছে।

ঘটনার পর থেকে টুটু চৌধুরী ও তার ভাতিজা পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন

×