ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

সেগুনবাগিচায় বারডেম হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

সেগুনবাগিচায় বারডেম হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুন ২০২০ | ০১:৪৫ | আপডেট: ২৫ জুন ২০২০ | ০২:০৪

ঢাকার সেগুনবাগিচায় বারডেমের দ্বিতীয় হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার বেলা ১১টা ২২ মিনিটের দিকে হাসপাতালের (মা ও শিশু) চতুর্থ তলা থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে ১১টা ৪৫ মিনিটের দিকে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম জানান, ১৪ তলা হাসপাতাল ভবনের চতুর্থ তলায় বাতিল জিনিসপত্রে আগুন লেগেছিল। খবর পেয়ে তাদের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ১১টা ৪৫ এর মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে।

আগুনে রোগী বা স্বজনদের কারো কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন শাহবাগ থানার ওসি আবুল হাসান বলেন।


আরও পড়ুন

×