ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

অবশেষে প্রতিবন্ধী ভাতার কার্ড পেলেন শিশু নাহিদ

অবশেষে প্রতিবন্ধী ভাতার কার্ড পেলেন শিশু নাহিদ

প্রতিবন্ধী ভাতার কার্ড পেয়েছেন ১০ বছর বয়সী বিশেষ চাহিদা সম্পন্ন শিশু নাহিদ হোসেন

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ | ১৭:০৭ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ | ১৭:০৯

দৈনিক সমকাল অনলাইনে প্রতিবেদন প্রকাশের মাত্র ৩ ঘণ্টার মধ্যে উল্লাপাড়া উপজেলা সমাজসেবা অফিসের মাধ্যমে প্রতিবন্ধী ভাতার কার্ড পেয়েছেন ১০ বছর বয়সী বিশেষ চাহিদা সম্পন্ন শিশু নাহিদ হোসেন।

আজ রোববার বিকেল ৫টায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম নিজে গিয়ে নাহিদের বাড়িতে তার বাবা রুহুল আমিনের হাতে ভাতার কার্ডটি তুলে দেন। এর আগে, দৈনিক সমকালে ‘শিকলবন্দী জীবন কাটাচ্ছে ১০ বছরের নাহিদ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাতের দৃষ্টিতে আসে। তিনি দ্রুত প্রতিবন্ধী ভাতার কার্ড ইস্যু করার জন্য নির্দেশ দেন।

নাহিদ উল্লাপাড়ার সড়াতৈল গ্রামের দিনমজুর রুহুল আমিন ও সীমা খাতুনের সন্তান। তিন বছর ধরে শিকলবন্দী হয়ে বাড়িতেই বন্দী জীবন কাটাচ্ছিলেন তিনি। প্রতিবেশী শিশুদের দ্বারা উত্যক্তের শিকার হওয়ার পর তার বাবা তাকে ঘরের বারান্দার খুঁটির সাথে বেঁধে রাখতেন। নাহিদের চিকিৎসার জন্য পরিবার সবকিছু বিক্রি করে ফেললেও ভাতার কার্ডের জন্য তারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন, কিন্তু ঘুষ দাবির কারণে তা সম্ভব হচ্ছিল না।

এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বিষয়টি জানালে তিনি দ্রুত ব্যবস্থা নেন। রফিকুল ইসলাম বলেন, কোনো কর্মচারী যদি ঘুষ দাবি করে, তা হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত জানান, সংবাদটি প্রকাশের পর তিনি বিষয়টি জানতেন না, কিন্তু তা দ্রুত সমাধান করার জন্য ব্যবস্থা নিয়েছেন। তিনি জানান, নাহিদের বাবার অভিযোগও খতিয়ে দেখা হবে।

আরও পড়ুন

×