বকেয়া বেতনের দাবিতে সাভারে শ্রমিক বিক্ষোভ, সড়ক অবরোধ

বকেয়া বেতন পরিশোধসহ বিভিন্ন দাবি আদায়ে সড়কে অবস্থান নেন পোশাকশ্রমিকরা। ছবি: সমকাল
নিজস্ব প্রতিবেদক, সাভার
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫ | ২১:০৩
বকেয়া বেতন পরিশোধসহ বিভিন্ন দাবি আদায়ে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় দুটি পোশাক কারখানায় শ্রমিক বিক্ষোভ হয়েছে। এ সময় শ্রমিকরা সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।
আজ শনিবার সকালে হেমায়েতপুর-সিংগাইর আঞ্চলিক সড়কে অবস্থান নেন বসুন্ধরা গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা এবং বিশমাইল-জিবারো সড়ক অবরোধ করে রাখেন ছেইন অ্যাপারেলসের শ্রমিকরা।
প্রত্যক্ষদর্শী শ্রমিক ও শিল্প পুলিশ জানায়, আজ শনিবার সকালে সাভারের হেমায়েতপুর-সিংঙ্গাইর আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন বসুন্ধরা গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা। দুপুর ১টার দিকে শিল্প পলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া ঘটনাস্থলে পৌঁছে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত বেতন পরিশোধের ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে শ্রমিকরা সড়ক ছেড়ে দেন।
বসুন্ধরা গার্মেন্টস লিমিটেডের বিক্ষুদ্ধ শ্রমিকরা বলেন, আমাদের কারখানায় প্রায় ১১ শ’ শ্রমিকের গত ২ মাসের বেতন এবং ওভারটাইমের টাকা বকেয়া পড়েছে। কারখানা কর্তৃপক্ষ বার বার বেতন ও ওভারটাইম পরিশোধের প্রতিশ্রুতি, তারিখ দিয়েও কথা রাখেনি। এ অবস্থায় আমরা বেতন না পেয়ে দোকানে বাকি করে চলছি। অনেকেই বাড়ি ভাড়া দিতে পারিনি। কারও কারও পরিবারের সদস্যদের টাকার অভাবে চিকিৎসা থেমে যাচ্ছে। কিন্তু কর্তৃপক্ষকে বার বার বলার পরও কোনো সমাধান করেনি। তাই বাধ্য হয়ে বকেয়া পাওনা বুঝে পেতে সড়ক অবস্থান করছি।
অন্যদিকে ছেইন অ্যাপারেলল কারখানার শ্রমিকরা বলেন, আমাদের কারখানার শ্রমিকদের প্রতি মাসের বেতন ১০ তারিখের ভেতরে পরিশোধ করার কথা থাকলেও মালিকপক্ষ এখনও জানুয়ারি মাসের বেতন পরিশোধ করেনি। গত কয়েকদিন আগে কারখানাটিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। কিন্তু কারখানা কবে খুলবে সে বিষয়ে কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্তও জানাচ্ছে না। তাই আমাদের পাওনা টাকা পরিশোধসহ কারখানা খুলে দেওয়ার দাবিতে সড়ক নামতে বাধ্য হয়েছি।
আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, সাভারের হেমায়েতপুরের বসুন্ধরা গার্মেন্টস ও আশুলিয়ায় ছেইন অ্যাপারেলস কারখানার শ্রমিকরা বকেয়া পাওনা পরিশোধের দাবিতে সড়কে অবরোধ করেছিলো। আমরা উভয় কারখানার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি। ছেইন অ্যাপারেলস কারখানাটিতে সাধারণ ছুটি চলছে এবং তাদের কর্তৃপক্ষ মার্চের ৩ তারিখে বকেয়া পরিশোধের কথা জানিয়েছে এবং হেমায়েতপুরে বসুন্ধরা পোশাক কারখানার সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
- বিষয় :
- সাভার
- পোশাক শ্রমিক