সালথায় রিজিয়া রশীদ প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণকালে সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান। ছবি-সমকাল
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ | ২০:৩৬
ফরিদপুরের সালথা উপজেলার বিভাগদী রিজিয়া রশীদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে জাতীয় পতাকা উত্তলনের মধ্য দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান।
এ সময় উপস্থিত ছিলেন বিভাগদী শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের দাতা সদস্য আবু রাহাত খান সিরাজ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. তরিকুল ইসলাম, ইংরেজি প্রভাষক মারুফ হোসাইন, সালথা প্রেসক্লাবের সহ-সভাপতি সাইফুল ইসলাম, আটঘর ইউনিয়ন পরিষদের সদস্য মাসুদুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আনিসুর রহমান, রিজিয়া রশীদ সরকারী বিদ্যালয়ের দাতা সদস্য সাইফুল খান, প্রধান শিক্ষক ইকরামুল হকসহ আরও অনেকে।
দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী পর্বে সভাপতির বক্তব্যে আবু সাঈদ খান বলেন, আজকের শিশুরাই ভবিষ্যতের আলো। এদেশের মানুষের রক্তের বিনিময়ে অর্জিত পতাকার সম্মান ধরে রাখতে লেখাপড়ার মাধ্যমে আলো ছড়াতে হবে। শিক্ষাকে সংকীর্ণ দলাদলির ঊর্ধ্বে রাখতে হবে। সব এলাকার শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারি ও স্থানীয় প্রণোদনা দিয়ে উৎসাহিত করতে হবে। দেশের উন্নয়নকে টেকসই করতে হলে এর বিকল্প নেই।
তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনারা আপনাদের ছেলে মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করুন। যাতে ভালো একটা সমাজ ও দেশ উপহার দিতে পারে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করতে হবে। এতে মেধার বিকাশ ঘটে।
- বিষয় :
- আবু সাঈদ খান