কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিক্ষকের

প্রতীকী ছবি
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫ | ১৯:২৮ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৫ | ১৯:২৮
ঝিনাইদহের কালিগঞ্জে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের সংঘর্ষে দাউদ হোসেন নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক।
বৃহস্পতিবার বিকালে কালীগঞ্জ-জীবননগর সড়কের তালেশ্বর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী গোবরডাঙ্গা গ্রামের ওমর আলী জানান, বেলা ৩টার দিকে কালিগঞ্জ থেকে মোটরসাইকেল যোগে কোটচাঁদপুরে যাচ্ছিলেন শিক্ষক দাউদ হোসেন। পথে তালেশ্বর নামক স্থানে পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে কোটচাঁদপুর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।