ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

চুয়েট ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার

চুয়েট ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার

সাগরময় আচার্য

চুয়েট সংবাদদাতা

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫ | ২১:০৫

নিষিদ্ধ ঘোষিত চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ছাত্রলীগের সভাপতি সাগরময় আচার্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১১টার দিকে নগরীর জামালখান এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানার পুলিশ।

ওসি মোহাম্মদ আবদুল করিম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে সাগরময় আচার্যকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।

সাগরময় চুয়েটের পুরকৌশল বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। গত বছরের ২৬ জুন গঠিত ৩৬ সদস্যের চুয়েট শাখা ছাত্রলীগ কমিটিতে তিনি সভাপতির দায়িত্ব পান। চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত।

আরও পড়ুন

×