নিম্নমানের ইট অপসারণ

মুরাদনগরের গুঞ্জর গ্রামের সড়কে নিম্নমানের ইট ও খোয়া অপসারণ করে পুনরায় কাজ শুরু সমকাল
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ০২ মার্চ ২০২৫ | ০১:২৭
মুরাদনগর উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের গুঞ্জর গ্রামে সড়কের কাজে ব্যবহৃত নিম্নমানের ইট ও খোয়া অপসারণ করা হয়েছে। গত শুক্রবার ইউএনও আবদুর রহমান ও উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ পরিদর্শনে গিয়ে অভিযোগের সত্যতা পেয়ে এ পদক্ষেপ নিয়েছেন।
সংশ্লিষ্ট ঠিকাদার অনুপযোগী ইটের খোয়া সরিয়ে শনিবার সকাল থেকে গুণগত মানের ইট দিয়ে ওই সড়কের নির্মাণকাজ পুনরায় শুরু করেন। মুরাদনগর উপজেলা প্রকৌশলী অফিসের অধীনে ৯০ লাখ টাকা ব্যয়ে দুই কিলোমিটার সড়কের কাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেন এলাকাবাসী। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলী ওই সড়ক পরিদর্শন করে অভিযোগের সত্যতা পান। পরে ঠিকাদারকে সড়ক নির্মাণকাজে ব্যবহৃত নিম্নমানের সামগ্রী সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ মোতাবেক ঠিকাদার শুক্রবার নিম্নমানের ইট ও খোয়া সরিয়ে শনিবার থেকে ভালো মানের ইট ও খোয়া দিয়ে পুনরায় সড়কের কাজ শুরু করেন।
উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ জানান, সড়ক নির্মাণকাজের দায়িত্বে থাকা কর্মকর্তার অনুপস্থিতিতে ঠিকাদার কাজে অনিয়ম করেছিলেন। এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হয়েছে।
মুরাদনগর ইউএনও আবদুর রহমান বলেন, নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার কোনো সুযোগ নেই। এ ধরনের অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। এলাকার উন্নয়ন কাজে এভাবে নিজেদেরই এগিয়ে আসতে হবে।
- বিষয় :
- ইট