ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

মাছ ধরতে গিয়ে মিলল নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ

মাছ ধরতে গিয়ে মিলল নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ

প্রতীকী ছবি

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ০২ মার্চ ২০২৫ | ১৫:৩৪ | আপডেট: ০২ মার্চ ২০২৫ | ১৫:৪৬

নাটোরে নিখোঁজের একদিন পর আরিফুল ইসলাম (৬) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে সদর উপজেলার হরিশপুর ইউনিয়নের ঋষি নাওগাঁ এলাকার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত আরিফুল ওই এলাকার আনোয়ার হোসেনের ছেলে ও লক্ষিপুর সানরাইজ কজী স্কুলের প্রথম শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল শনিবার খেলতে বের হয়ে দুপুরে বাড়ি ফিরে না আসলে অনেক খোঁজাখুঁজি করে পরিবার। পরে কোথাও না পেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করে। পরে আজ রোববার দুপুরে পুকুরে মাছ মারতে গেলে মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নাটোর সদর থানার ওসি মাহবুব হোসেন জানান,  মরদেহ উদ্ধার করার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরও পড়ুন

×