পিরোজপুরে জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধির ওপর হামলা

জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি মোছাব্বির মাহামুদ সানি
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: ০৮ মার্চ ২০২৫ | ১৫:৪৮
পিরোজপুরে জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি মোছাব্বির মাহামুদ সানি ‘সন্ত্রাসী’ হামলায় আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে পিরোজপুরের পাড়েরহাট মোড় পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় সানির মাথা রক্তান্ত জখম হয় এবং ডান হাত ভেঙে যায়। এসময় সানির সঙ্গে থাকা সানজিদ নামে আরও একজন আহত হয়। তার শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়।
আহত মোছাব্বির মাহামুদ সানি দাবি করেন, শুক্রবার রাতে তারাবীর নামাজ পড়ে বের হলে তাঁতীদলের কয়েকজন সন্ত্রাসীসহ আওয়ামী ফ্যাসিবাদী পিরোজপুরের সাবেক এমপি একেএমএ আউয়াল ও সাবেক পৌর মেয়র হাবিবুর রহমান মালেকের পালিত সন্ত্রাসীরা হামলা চালায়।
পিরোজপুর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রাজিব পাইক জানান, মোছাব্বির মাহামুদ সানি ও সানজিদ নামে দু’জন আহত অবস্থায় রাত ১১টার দিকে হাসপাতালে আসে। তাদের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এছাড়া ছানির ডান হাত ফ্র্যাকচার হয়েছে।
পিরোজপুর সদর থানার ওসি আব্দুস সোবাহান জানান, খবর পেয়ে ঘটনাস্থানে এবং হাসপাতালে পুলিশ গিয়েছে। হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
- বিষয় :
- পিরোজপুর
- জাতীয় নাগরিক কমিটি
- হামলা