দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট কারামুক্ত

মুক্তির পর ইউন সুক ইওল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ মার্চ ২০২৫ | ২০:৪২
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওল শনিবার কারামুক্ত হয়েছেন। আদালত তাঁর গ্রেপ্তার আদেশ বাতিল করলেও সামরিক আইন জারির অভিযোগে তাঁর বিরুদ্ধে তদন্ত অব্যাহত রয়েছে। বেসামরিক শাসন ব্যাহত করার চেষ্টার অভিযোগে চলতি বছরের জানুয়ারিতে তাঁকে আটক করা হয়। তবে তাঁর মুক্তির আদেশকে ‘অন্যায় সিদ্ধান্ত’ বলে অভিহিত করেছেন প্রসিকিউটররা।
মুক্তির পর ইউন সুক ইওল হাসিমুখে ডিটেনশন সেন্টার থেকে বেরিয়ে আসেন এবং উল্লসিত সমর্থকদের অভিবাদন জানান। পরে তিনি গাড়িবহর নিয়ে প্রেসিডেন্টের বাসভবনের দিকে রওনা হন এবং সেখানে উপস্থিত সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
ইউনের মুক্তির বিষয়ে প্রসিকিউশন দপ্তর আপিলের সুযোগ থাকলেও তারা তা করেনি। তবে তাঁর বিরুদ্ধে চলমান অপরাধমূলক মামলাগুলো বহাল থাকবে।
- বিষয় :
- দক্ষিণ কোরিয়া