ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

সিএমপির ৯ ডিসি-এডিসি পদে রদবদল

সিএমপির ৯ ডিসি-এডিসি পদে রদবদল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৮ জুন ২০২০ | ০৫:০২

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার নয় কর্মকর্তাকে বদলি এবং পদায়ন করা হয়েছে। রোববার সিএমপি কমিশনার মাহাবুবর রহমান এ রদবদলের আদেশ দেন। আদেশে পুলিশ সুপার পদোন্নতি পাওয়া তিন কর্মকর্তাকে পদায়ন ও ছয়টি পদে রদবদল করা হয়েছে।

এ প্রসঙ্গে সিএমপির অতিরিক্ত উপ কমিশনার আবু বকর সিদ্দিক বলেন, ‘সিএমপি কমিশনার মহোদয়ের এক আদেশে নয় কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ রদবদল করা হয়েছে।’

সিএমপি সূত্র জানায়, উপ পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মো. মিজানুর রহমানকে উপ পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ), উপ পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) মোহাম্মদ শহীদুল্লাহকে উপ পুলিশ পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ), উপ পুলিশ কমিশনার (পিওএম-উত্তর) মো. মিনার মাহমুদকে উপ পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) পদে বদলি করা হয়েছে। সিএমপিতে সদ্য যোগদান করা এমএন নাসিরুদ্দিনকে উপ পুলিশ কমিশনার (প্রসিকিউশন) ও মুহাম্মদ আলী হোসেনকে উপ পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) পদে পদায়ন করা হয়েছে। পুলিশ সুপার পদমর্যাদায় পদোন্নতি পাওয়া মোহাম্মদ মনজুর মোরশেদকে উপ পুলিশ কমিশনার (ডিবি-পশ্চিম) পদে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (প্রশাসন-দক্ষিণ) পংকজ বড়ুয়াকে অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (বন্দর), অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (পিওএম) এএএম হুমায়ুন কবিরকে অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (পশ্চিম) ও অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এস্টেট এন্ড বিল্ডিং) নাদিয়া নূরকে অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (সরবরাহ ও এমটি) পদে বদলি করা হয়েছে।

আরও পড়ুন

×