করোনায় ফেনীর আ.লীগ সভাপতি আক্রামুজ্জামানের মৃত্যু

আক্রামুজ্জামান- ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক, ফেনী
প্রকাশ: ২৮ জুন ২০২০ | ০৯:১৭ | আপডেট: ২৮ জুন ২০২০ | ০৯:২০
ফেনী জেলা আওয়ামী লীগ সভাপতি ও প্রবীণ আইনজীবী আক্রামুজ্জামান (৭৫) রোববার ভোরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা গেছেন।
আকারুজ্জামানের ভাতিজা আসাদুজ্জামান দারা জানান, গত ১৫ জুন ফেনীর ডাক্তার পাড়ার বাসায় তিনি প্রথম অসুস্থ্য হয়ে পড়েন। তিনি দীর্ঘদিন এজমা রোগে ভুগছিলেন। গত ১৯ জুন শ্বাসকষ্ট শুরু হলে তাকে দ্রুত ঢাকাস্থ সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। এ অবস্থায় তার শ্বাসকষ্ট বৃদ্ধি পেলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। কিন্তু ক্রমান্বয়ে অবস্থা গুরুতর হলে তাকে ভেন্টিলেশন দেয়া হয়। রোববার ভোর সাড়ে ৫টার দিকে তিনি মারা যান।
বর্নাঢ্য রাজনৈতিক জীবনে তিনি ১৯৬৭ সালে ফেনী মহকুমা ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন আক্রামুজ্জামান। ’৭১-এ মুক্তিযুদ্ধে সক্রিয় ভাবে অংশগ্রহণ করেন তিনি। স্বাধীনতার পর ন্যাপের (মোজাফ্ফর) রাজনীতি শুরু করেন। স্বাধীনতার পর ন্যাপের ফেনী মহকুমা সাধারন সম্পাদক হন। ’৯০ সালে আক্রামুজ্জামান আওয়ামী লিগে যোগ দেন। ফেনী জজ কোর্টে সরকারি কৌসুলি (পিপি) ছিলেন। ২০১৯ সালে জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন।
এডভোকেট আক্রামুজ্জামানের মৃত্যুতে ফেনীর সর্ব মহলে শোকের ছায়া নেমে আসে। জেলা বিএনপির একাধিক নেতা আক্রামুজ্জানকে ভিন্ন মানষিকতার ব্যক্তিত্ব হিসাবে আখ্যায়িত করেছেন। ফেনীর চলতি হানাহানির রাজনৈতিক উর্ধ্বে তার অবস্থান ছিল বলে জানান। তিনি জেলা ডায়াবেটিক হাসপাতালের সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতির দায়িত্ব পালন করেছেন। পারিবারিক জীবনে আক্রামুজ্জামান স্ত্রী, ২ ছেলে ও এক মেয়ের জনক।
আক্রামুজ্জামানের সূত্রে জানা যায়, সোমবার বাদ আছর তার গ্রামের বাড়ি ছাগলনাইয়া উপজেলার শিলুয়ায় নামাজে জানাযার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।