ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

ফরিদপুরে তরমুজবাহী ট্রাক ও অটোরিকশার সংঘর্ষ, নিহত ২

ফরিদপুরে তরমুজবাহী ট্রাক ও অটোরিকশার সংঘর্ষ, নিহত ২

তরমুজবাহী ট্রাক, মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে নিহত দুইজন

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫ | ১৫:৩৯ | আপডেট: ১৬ মার্চ ২০২৫ | ১৫:৪০

ফরিদপুরের সদর উপজেলার শিবরামপুর এলাকায় ঢাকা-ফরিদপুর মহাসড়কে একটি তরমুজবাহী ট্রাক, মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। রবিবার সকাল ৯টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী জানান, রাজবাড়ীগামী একটি তরমুজবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়, এরপর সেটি পাশের একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মোটরসাইকেলের চালক নয়ন শেখ ঘটনাস্থলেই প্রাণ হারান।

নয়ন শেখের পেছনে থাকা তার মা গুরুতর আহত হন এবং অটোরিকশাচালক শাজাহান শেখ মারাত্মকভাবে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন। আহত নয়নের মাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর ট্রাকটি রাস্তার পাশে থাকা একটি গাছে ধাক্কা দেয়, ফলে গাছটি রাস্তার ওপর পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে প্রশাসনের উদ্যোগে দ্রুত গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

দুর্ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে যান। পুলিশ তাকে আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন ওসি সালাউদ্দিন চৌধুরী।

আরও পড়ুন

×