ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

মাধবপুরে সায়হাম গ্রুপের সদস্যদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মাধবপুরে সায়হাম গ্রুপের সদস্যদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

ছবি: সমকাল

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৮ মার্চ ২০২৫ | ১৭:৫০

হবিগঞ্জের মাধবপুরে সায়হাম গ্রুপ কারখানায় কর্মরত সদস্যদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ মোঃ ঈশতিয়াক আহমেদ এবং পরিচালক তাসনিমা আহমেদ।

মঙ্গলবার দুপুরে নোয়াপাড়ায় কারখানার হল রুমে আয়োজিত এক অনুষ্ঠানে কারখানার সদস্যদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেন তারা। এসময় উপস্থিত ছিলেন সায়হামের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে তাসনিমা আহমেদ কারখানায় কর্মরত সদস্যদের উদ্দেশে বলেন, আমরা সব সময় আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। আপনারা আছেন বলেই সায়হাম আজ এগিয়ে চলছে। আপনাদের টানে আমরা শত কাজে রেখে আপনাদের কাছে চলে আসি। আপনারা আমাদের পরিবার ও সায়হামকে ভালবাসেন। আপনারা আছেন বলেই সায়হাম আছে। 

সায়হামের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ মো. ইশতিয়াক আহমেদ বলেন, আপনাদের ছেলে-মেয়েদের পড়ালেখা করাবেন।আমরা সব রকমের সহযোগিতা করব। আমরা চাই আপনাদের সন্তানরা জীবনে বড় সফলতা অর্জন করুক। আপনারা আমাদের প্রতি বিশ্বাস ও আস্থা রাখবেন। আমরা সায়হামকে নিয়ে বিশ্ব জয় করতে চাই। সায়হাম আজ এগিয়ে যাওয়ার পেছনে আপনাদের অবদান রয়েছে। 

তিনি বলেন, আমাদের স্বপ্ন দেখতে হবে। নতুন প্রজন্মের জন্য আমাদের দেশকে বহুদূর এগিয়ে নিতে হবে। আমরা আপনাদের পরিবারের সদস্য মনে করি। দেশের জন্য কাজ করে স্মরণীয় হয়ে থাকতে চাই। 

এর আগে মঙ্গলবার সকালে সায়হামের পরিচালক সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান মাধবপুর পৌর শহর ও আধাঐর ইউনিয়নের লোকজনের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।

আরও পড়ুন

×