২২ বছর ধরে হাজার পরিবারকে ঈদ সামগ্রী দিচ্ছে ফরিদপুরের এফডিএ

বুধবার সকালে ফরিদপুর শহরতলীর সিএন্ডবি ঘাট সংলগ্ন এফডিএ অফিস চত্বরে হতদরিদ্রদের উপহার দেওয়া হয়। ছবি: সমকাল
ফরিদপুর অফিস
প্রকাশ: ১৯ মার্চ ২০২৫ | ১৫:৪৫
বিগত ২২ বছর ধরে ফরিদপুরের পদ্মা নদীর চরাঞ্চলের হতদরিদ্র মানুষকে ঈদ উপহার সামগ্রী দিচ্ছে এফডিএ নামের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। প্রতিবছর এক হাজার পরিবার এই মানবিক সহায়তা পেয়ে থাকে।
সংশ্লিষ্টরা জানান, চরাঞ্চলের পিছিয়ে পড়া মানুষের উন্নয়ন ও দুর্যোগ মোকাবিলায় কাজ করছে এফডিএ। প্রতিবছরের মতো এবারও ঈদের আগে স্থানীয় দরিদ্র পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে চাল, ডাল, ছোলা, চিনি, সেমাই, গুড়া দুধ ও সয়াবিন তেলের একটি প্যাকেজ দিয়েছে এফডিএ।
আজ বুধবার সকালে ফরিদপুর শহরতলীর সিএন্ডবি ঘাট সংলগ্ন এফডিএ অফিস চত্বরে রোজা ও ঈদের এই উপহার পেয়ে হাসি ফুটেছে এক হাজার দরিদ্র পরিবারের মুখে।
এফডিএর উপদেষ্টা আজাহারুল ইসলাম সমকালকে বলেন, সমাজের সব শ্রেণির মানুষ মিলে যাতে একসঙ্গে আনন্দময় পরিবেশে ঈদ করতে পারি সেজন্য আমরা জরিপ করে প্রকৃত হতদরিদ্রদের এই উপহার দেওয়ার চেষ্টা করি।
ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সোহরাব হোসেন খাদ্য সামগ্রী বিতরণের প্রধান অতিথি ছিলেন। তিনি বলেন, দীর্ঘ ২২ বছর যাবত এমন একটি মানবিক কাজ করার জন্য এফডিএ কর্তৃপক্ষ সাধুবাদ পাওয়ার যোগ্য।
- বিষয় :
- ফরিদপুর
- খাদ্য সামগ্রী বিতরণ