দুস্থদের পাশে ঈশ্বরদী সুহৃদ সমাবেশ
শতাধিক মানুষ পেল ঈদের নতুন পোশাক

শতাধিক মানুষের হাতে ঈদের পোশাক তুলে দেন অতিথি ও সুহৃদরা
ঈশ্বরদী প্রতিনিধি
প্রকাশ: ১৯ মার্চ ২০২৫ | ১৬:৫৪ | আপডেট: ১৯ মার্চ ২০২৫ | ১৭:০৩
পাবনার ঈশ্বরদীতে শতাধিক দুস্থদের মাঝে ‘ঈদ উপহার’ হিসেবে নতুন পোশাক– শাড়ি, লুঙ্গি ও থ্রিপিস প্রদান করেছেন সুহৃদরা। ঈশ্বরদীর সাঁড়াগোপালপুর এলাকার বিনা পয়সার পাঠশালায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তাহেরুল ইসলামের সভাপতিত্বে ঈদ উপহার প্রদানের আয়োজন করে সমকাল সুহৃদ সমাবেশ ঈশ্বরদী ইউনিট।
আজ ১৯ মার্চ বিনা পয়সার পাঠশালা চত্বরে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার সুবির কুমার দাশ। অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দা, পাতিবিল বস্তি ও সাঁড়াগোপালপুর এলাকার দুস্থদের তালিকা তৈরি করে তাদের হাতে আনুষ্ঠানিকভাবে ঈদ উপহার তুলে দেওয়া হয়।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিহাব উদ্দিন, পৌর ভূমি কর্মকর্তা আফছার আলী, সমকালের ঈশ্বরদী প্রতিনিধি সেলিম সরদার, স্বর্ণকলি বিদ্যা সদনের প্রতিষ্ঠাতা মনিরুল ইসলাম বাবু, ব্যবসায়ী তানজিরুল ইসলাম মিন্টো, রফিকুল ইসলাম বাচ্চু, আনিসুজ্জামান সোহান, সুহৃদ সমাবেশের সিনিয়র সহসভাপতি খন্দকার তৌফিক আলম সোহেল, সাধারণ সম্পাদক মাসুদুল ইসলাম মাসুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান চৌধুরী, সদস্য ফিরোজ আহমেদ, রাকিবুল ইসলাম রূপম, খায়রুল ইসলাম সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন।
- বিষয় :
- সুহৃদ সমাবেশ
- ঈশ্বরদী
- পাবনা
- উপহার