ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ডিসেম্বরে নির্বাচন দিতে হবে: আমান

ডিসেম্বরে নির্বাচন দিতে হবে: আমান

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২১ মার্চ ২০২৫ | ২০:৪৮

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান বলেছেন, দেশে এখনো চক্রান্ত চলছে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। বর্তমান উপদেষ্টা সরকার দ্রুত নির্বাচনের দিকে আগাচ্ছে।

শুক্রবার বিকেলে কেরানীগঞ্জের আটি ভাওয়াল উচ্চ বিদ্যালয় মাঠে কেরানীগঞ্জ মডেল থানা বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

আমানউল্লাহ আমান বলেন, আগামী নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জাতীয় সরকার গঠন হবে। তারেক রহমান দুইবারের বেশি প্রধানমন্ত্রী হবেন না।

তিনি বলেন, যদি কেউ মনে করে শেখ হাসিনা আবার দেশে আসবে এটা ভুল কথা। তার আর দেশে আসার সুযোগ নেই। শেখ হাসিনার মেয়ে এমনকি তার গুষ্টি, হাজার হাজার কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে।

এসময় তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করেন। খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় একসঙ্গে ১৫ হাজার লোকের ইফতারের আয়োজন করে কেরানীগঞ্জ মডেল থানা বিএনপি ও অঙ্গ সংগঠন।

ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির ব্যবস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সহ-সভাপতি কফিল উদ্দিন, জামাল উদ্দিন, কামরাঙ্গীরচর থানা বিএনপির সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম, কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সভাপতি মনির হোসেন মিনু, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবীসহ কেরানীগঞ্জ মডেল থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

আরও পড়ুন

×