কুমিল্লা সেনানিবাসে জুলাই অভ্যুত্থানে আহতদের সম্মানে ইফতার

ইফতার অনুষ্ঠানে বক্তব্য রাখেন সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও কুমিল্লা এরিয়া কমান্ডার মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক। ছবি-সমকাল
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ২৪ মার্চ ২০২৫ | ০০:২৮
বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশন ও কুমিল্লা এরিয়ার উদ্যোগে জুলাই অভ্যুত্থানে আহত চারশ ছাত্র-জনতার সম্মানে ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রোববার কুমিল্লা সেনানিবাসের মাল্টিপারপাস মিলনায়তনে এ ইফতারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ৩৩ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও কুমিল্লা এরিয়া কমান্ডার মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক আহতদের সঙ্গে কুশল বিনিময় করেন।
জিওসি মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক তাঁর বক্তব্যে বলেন, জুলাই অভ্যুত্থান বাংলাদেশের গণতান্ত্রিক মুক্তির একটি গৌরবময় অধ্যায়। বাংলাদেশ সেনাবাহিনী জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল সদস্যের অবদান শ্রদ্ধাভরে স্বীকার করে।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সমগ্র বাংলাদেশে সর্বমোট ৪ হাজার ২২১ জন আহত বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা সহায়তা গ্রহণ করেছেন। কুমিল্লা সেনানিবাসেও সর্বমোট ৬৩ জন এই চিকিৎসা সহায়তা পেয়েছেন যাদের মধ্যে ২ জন এই মুহূর্তে কুমিল্লা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এই সেবা দিতে পেরে বাংলাদেশ সেনাবাহিনীর সব সদস্য গর্ববোধ করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়সার এবং পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খানসহ সেনানিবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
- বিষয় :
- কুমিল্লা
- সেনানিবাস
- ইফতার
- জুলাই অভ্যুত্থান
- আহত