সুনামগঞ্জে শ্বশুর বাড়ি যাওয়ার পথে খালে পড়ে যুবক নিখোঁজ

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ৩০ জুন ২০২০ | ০৬:২২
সুনামগঞ্জের দোয়ারাবাজারে শ্বশুর বাড়িতে যাওয়ার পথে পা পিছলে খালের পানিতে ডুবে নাজির আহমদ (২৮) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার রাতে উপজেলার দোয়ারাবাজার-সুনামগঞ্জ সড়কের নোয়াগাঁও খালে এই দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ যুবক উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের মঙ্গলপুর গাজিনগর গ্রামের সিদ্দেক আলীর ছেলে।
পুলিশ জানায়, গত দুই সপ্তাহ আগে বিয়ে করেছেন নাজির আহমদ। সোমবার রাতে নাজির আহমদ মান্নারগাঁও ইউনিয়নের ডুলপশি গ্রামের শশুড় রজব আলীর বাড়িতে যাওয়ার পথে পা পিছলে নোয়াগাঁও সড়ক থেকে খালে পড়ে যান। এর পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে পারেনি।
স্থানীয় মান্নারগাঁও ইউনিয়ন পরিষদ সদস্য অজিত চন্দ্র দাস বলেন, রাতে নাজির আহমদ নামে এক যুবক শশুড় বাড়ি যাওয়ার পথে নোয়াগাঁও খালে ডুবে নিখোঁজ হয়েছেন। আমরা অনেক খোঁজাখুজি করে তাকে পাইনি। আমি দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোনিয়া সুলতানা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেমকে জানিয়েছি।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল হাসেম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো আছে। ডুবুরি উদ্ধার কাজ চালাচ্ছে।