ডেমরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণের মৃত্যু

প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ জুন ২০২০ | ০৭:৫৯
রাজধানীর ডেমরার সারুলিয়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুবেল মিয়া (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুপুরে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রুবেলকে হাসপাতালে নিয়ে যাওয়া মাসুম জানান, সারুলিয়ার বড়ভাঙ্গা এলাকার একটি বাসায় বেলা সাড়ে ১১টার দিকে বৈদ্যুতিক বোর্ডে সুইচ লাগানোর সময় রুবেল বিদ্যুৎস্পৃষ্ট হন। তিনি ডেমরায় থাকতেন। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের রায়পুরে।
এদিকে সকালে ঢামেক হাসপাতালে মাসুদ রানা (৩২) নামে এক হাজতীর মৃত্যু হয়েছে। তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। কারারক্ষী রবিউল হোসেন জানান, মঙ্গলবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। এখানে সাড়ে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।