ময়মনসিংহে ঈদুল ফিতরের নামাজের সময়সূচি

ছবি-সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশ: ২৯ মার্চ ২০২৫ | ১৯:৫০
ময়মনসিংহে ঈদুল ফিতরের জামাতের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন জেলার ১৩টি উপজেলায় ঈদুল ফিতরের জামাতের সময় নির্ধারণ করে বিভাগীয় কমিশনারসহ সংশ্লিষ্ট অধিদপ্তরকে অনুলিপি পাঠিয়েছেন।
নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়, একই মাঠে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। এতে ইমামতি করবেন হাফেজ মুফতি আব্দুল্লাল আল মামুন।
বড় মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়, মাদানীনূর মার্কাজ মসজিদ মাঠে ঈদের জামাত হবে সকাল ৭টায়, বলাশপুর ঈদগাহ মাঠে সকাল ৯টায় জামাত অনুষ্ঠিত হবে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত হবে। চরশশা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায় ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে।
জেলা শহরের বাইরে মুক্তাগাছা বড় মসজিদে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়, ফুলবাড়িয়া উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ঈদের নামাজ হবে সকাল ৯টায়, ত্রিশাল পৌরসভা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে সকাল ৯টায়, ভালুকা বাজার কেন্দ্রীয় জামে মসজিদে নামাজ অনুষ্ঠিত হবে সকাল ৯টায়, গফরগাঁও উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ঈদের নামাজ হবে সকাল ১০টায়, গৌরীপুর সরকারি কলেজ মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে সকাল ১০টা ১০ মিনিটে, ঈশ্বরগঞ্জ পৌর ঈদগাহ মাঠে নামাজ হবে সকাল ৯টায়, নান্দাইল উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ঈদের নামাজ হবে সকাল ১০টায়, তারাকান্দা ঈদগাহ মাঠে নামাজ অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৯টায়, হালুয়াঘাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নামাজ অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৯টায় এবং ধোবাউড়া দর্শা ঈদগাহ মাঠে নামাজ অনুষ্ঠিত হবে সকাল ১০টায়।
ইসলামিক ফাউন্ডেশনের ময়মনসিংহ বিভাগীয় পরিচালক মো. হাবেজ আহমেদ বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় জেলার গুরুত্বপূর্ণ স্থানে পবিত্র ঈদুল ফিতরের নামাজের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।