শেয়ালের তাড়া খেয়ে গাছে উঠল মেছোবাঘ, আটক করল গ্রামবাসী

ফাইল ছবি
শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: ৩০ মার্চ ২০২৫ | ১৯:৩২
একটি মেছোবাঘকে তাড়া করে কয়েকটি শেয়াল। তাড়া খেয়ে প্রাণ রক্ষায় একটি মেহগনি গাছে উঠে পড়ে বাঘটি। এ যাত্রায় রক্ষা পেলেও গ্রামবাসীর হাত থেকে রক্ষা হয়নি তার। রশির সাহায্যে গলায় ফাঁস দিয়ে গাছ থেকে ধরে ফেলা হয় বাঘটিকে। পরে বাঁশের সঙ্গে বেঁধে গ্রামজুড়ে ঘুরতে থাকেন গ্রামবাসী। আজ রোববার ঝিনাইদহের শৈলকুপার বরিয়া গ্রামে এ ঘটনা ঘটে ।
এদিকে বাঘটি দেখার সঙ্গে সঙ্গে শৈলকুপা উপজেলা বন বিভাগের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা না আশায় গ্রামবাসীরা বাঘটিকে আটক করে বলে জানান। এ ঘটনায় বাঘটির জীবন বিপন্নের পথে বলে জানিয়েছেন স্থানীয়রা।
বরিয়া গ্রামের রিপন হোসেন বলেন, আজ রোববার সকালে তারা দেখতে পান কয়েকটি শেয়াল একটি মেছো বাঘকে তাড়া করছে। বাঘটি জীবন বাঁচাতে গাছে উঠে। সঙ্গে সঙ্গে তারা উপজেলা প্রশাসন ও বন বিভাগের খবর দেন। কিন্তু কেউ না আশায় গ্রামবাসী বাঘটি আটক করে। বাঘটি সুস্থ আছে বলে জানান।
শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস বলেন, তিনি একটি মেছো বিড়াল আটকের কথা শুনেছেন। উপজেলা বন বিভাগকে জানানো হয়েছে। তারা সেটি উদ্ধার করে অবমুক্ত করবে বলে জানিয়েছেন।