ঈদের দিন স্ত্রীকে নিয়ে ঘুরতে বেরিয়ে দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

ছবি: সমকাল
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: ৩১ মার্চ ২০২৫ | ১৯:৪০ | আপডেট: ৩১ মার্চ ২০২৫ | ১৯:৪৫
পিরোজপুরের ইন্দুরকানীতে ঈদের দিন দুপুরে স্ত্রীকে নিয়ে ঘুরতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তুহিন হোসেন (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার দুপুরে ইন্দুরকানী-কলারণ সড়কের চরবলেশ্বর ফকিরবাড়ী মোড়ে এ দুর্ঘটনায় তুহিনের স্ত্রী মিম আক্তার (২২) গুরুতর আহত হয়েছেন।
জানা যায়, তুহীন ঈদের দিন ঢেপসাবুনিয়ার বাড়ি থেকে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে চন্ডিপুর ঘুরতে যাচ্ছিলেন। তারা চরবলেশ্বর গ্রামের ফকিরবাড়ি এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিলারের সঙ্গে ধাক্কা লাগে। এতে স্ত্রীসহ তুহিন গুরুতর আহত হন। স্থানীয়রা দুজনকে উদ্ধার করে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তুহিনকে মৃত ঘোষণা করেন। আহত মিম চিকিৎসাধীন রয়েছেন।
ইন্দুরকানী থানার ওসি (তদন্ত) মো. রেজা তুহিনের নিহতের তথ্য নিশ্চিত করেছেন।
- বিষয় :
- ইন্দুরকানী
- সড়ক দুর্ঘটনা
- দুর্ঘটনা
- নিহত
- ঈদুল ফিতর ২০২৫