ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

সলঙ্গার উন্নয়নে মতবিনিময় সভা ও ঈদ পুনর্মিলনী 

সলঙ্গার উন্নয়নে মতবিনিময় সভা ও ঈদ পুনর্মিলনী 

রায়গঞ্জের মওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ পাঠাগার হল রুমে সলঙ্গা সোসাইটির আয়োজনে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৫ | ১৮:৫৪ | আপডেট: ০১ এপ্রিল ২০২৫ | ১৮:৫৪

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গার উন্নয়নে বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ পাঠাগার হল রুমে সলঙ্গা সোসাইটির আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের পর পরিচয় পর্ব শুরু হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাবেক বিভাগীয় প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহ জামাল। নয়া দিগন্ত পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার কাউসার আজমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত সচিব (অব.) আব্দুস সালাম, মুখ্য আলোচক ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আসাদ উদ্দিন, অধ্যাপক ডা. আব্দুস ছালাম, র‍্যাব-হেড কোয়ার্টারের আইন বিষয়ক কর্মকর্তা আবু হাসান রুবেল, অধ্যাপক ড. আব্দুস সামাদ, কুষ্টিয়া জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান রিফাত, রায়গঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবিএম আব্দুস ছাত্তার, রাজশাহী শিক্ষা বোর্ডের সহকারী পরিচালক নুরুল ইসলাম, প্রবীণ শিক্ষক শ্রী নরেশ চন্দ্র জায়দার, ঢাকাস্থ সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক, চ্যানেল ২৪ এর ক্রাইম রিপোর্টার সোহেল রানা, শিক্ষক ওয়াসিম কুমার, হিলটন, কে এম আমিনুল ইসলাম হেলাল, হেদায়েতুল ইসলাম আইয়ুব, জিতেন্দ্র নাথ সরকার, কিরন, জহুরুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর রাশেদুল ইসলাম শহিদ প্রমুখ। 

বক্তারা অবহেলিত সলঙ্গাকে পৌরসভা ও উপজেলা বাস্তবায়নের দাবিসহ সলঙ্গার উন্নয়নে একাত্মতা প্রকাশ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানান।
 

আরও পড়ুন

×