ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

মাছ ধরতে মধুমতি নদীতে যান চার বন্ধু, নৌকা থেকে পড়ে নিখোঁজ কলেজছাত্র

মাছ ধরতে মধুমতি নদীতে যান চার বন্ধু, নৌকা থেকে পড়ে নিখোঁজ কলেজছাত্র

কলেজছাত্রের স্বজনের আহাজারি

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৫ | ১২:৫৯

গোপালগঞ্জে মাছ ধরতে গিয়ে মধুমতি নদীতে নিখোঁজ হন কলেজছাত্র আ. করিম মুন্সি (২২)। নিখোঁজের সাড়ে ৪ ঘণ্টা পর গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। 

কলেজছাত্র করিম মুন্সী গোপালগঞ্জ সদর উপজেলার সুলতালশাহী গ্রামের হাফিজুর মুন্সীর ছেলে। তিনি ঢাকার মিরপুরের ঢাকা মডেল কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলেন । 

গোপালগঞ্জ সদর ফায়ার সার্ভিসের লিডার নাজমুল ইসলাম বলেন, ঈদের ছুটিতে বাড়িতে আসেন আ. করিম। গতকাল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে চার বন্ধু বাড়ির পাশে তালা-কেকানিয়া খেয়াঘাট এলাকায় মধুমতি নদীতে নৌকায় করে মাছ শিকারে যান। একপর্যায়ে জালে জড়িয়ে করিম মুন্সী নদীতে পড়ে তলিয়ে যান। 
 
ওই কর্মকর্তা আরও বলেন, প্রথমে এলাকাবাসী ও পরে মাদারীপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল করিম মুন্সীকে উদ্ধারে অভিযান শুরু করে। নিখোঁজের সাড়ে ৪ ঘণ্টা পর ডুবুরি দল সন্ধ্যা ৬টার দিকে কলেজছাত্রের মরদেহ উদ্ধার করে। রাতে আইনী প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়।

আরও পড়ুন

×