ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

দুমকীতে মাইক্রোবাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল আছিয়ার

দুমকীতে মাইক্রোবাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল আছিয়ার

প্রতীকী ছবি

দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫ | ১১:৩৫

পটুয়াখালীর দুমকীতে মাইক্রোবাসের চাকায় পিষ্ট হয়ে আছিয়া বেগম নামের এক পঞ্চাশোর্ধ নারী নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার লেবুখালী ইউনিয়নের আঞ্চলিক কৃষি গবেষণা সংলগ্ন পটুয়াখালী-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত আছিয়া উপজেলার লেবুখালী ইউনিয়নের কার্তিকপাশা গ্রামের প্রয়াত হারুনের স্ত্রী।

জানা যায়, লেবুখালী পায়রা পয়েন্ট থেকে বাড়ি ফেরার পথে বরিশাল থেকে পটুয়াখালীগামী মাইক্রোবাসটি রাস্তার পাশ দিয়ে হাঁটা আছিয়াকে চাপা দিয়ে পটুয়াখালী চলে যায়। এতে ঘটনাস্থলেই আছিয়া নিহত হয়।

দুমকী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মাইক্রোবাসটি ও এর চালককে শনাক্তের কাজ চলছে।

আরও পড়ুন

×