ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

নাগরিক সমাজের প্রতিবাদ

খুলনায় গ্যাস সরবরাহ দয়ার বিষয় নয়

খুলনায় গ্যাস সরবরাহ দয়ার বিষয় নয়

ছবি-সংগৃহীত

খুলনা ব্যুরো

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫ | ২১:৩৮

ভোলা থেকে বরিশাল হয়ে খুলনায় পাইপলাইনে গ্যাস সরবরাহ প্রকল্প স্থগিত করার প্রতিবাদ জানিয়েছে খুলনার নাগরিক সমাজ। সংগঠনের নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, খুলনায় পাইপলাইনে গ্যাস সরবরাহের দাবি দয়া বা করুণার বিষয় নয়। দীর্ঘদিন ধরে খুলনার মানুষ এ দাবিতে আন্দোলন করে আসছে। বারবারই খুলনার মানুষ বঞ্চনা ও বৈষম্যের শিকার হয়েছে।

শনিবার সকালে নগরীর শান্তিধাম মোড়ে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংগঠনটির নেতারা। এতে লিখিত বক্তব্য পড়ে শোনান সংগঠনের সদস্য সচিব মো. বাবুল হাওলাদার।

তিনি বলেন, পেট্রোবাংলার আওতাধীন সুন্দরবন গ্যাস কোম্পানি ২০১২ সালে ভেড়ামারা থেকে খুলনায় পাইপলাইন বসানোর কাজ শুরু করে। ১৬৫ কিলোমিটার পাইপ বসানোর পর কর্তৃপক্ষ ওই প্রকল্প বাতিল করে। এ প্রকল্পে বিপুল পরিমাণ রাষ্ট্রীয় অর্থ অপচয় হলেও কর্তৃপক্ষকে জবাবদিহি করতে হয়নি। পরে ভোলা-বরিশাল-খুলনা পথে গ্যাস সরবরাহের সিদ্ধান্তে এ অঞ্চলের মানুষ ফের আশায় বুক বাঁধেন। কিন্তু এ প্রকল্পের বেশ কিছু কাজ এগোনোর পর গত মার্চের প্রথম সপ্তাহে খুলনায় গ্যাস সরবরাহ প্রকল্প স্থগিত করা হয়। পরে বরিশাল-ঢাকা পথে পাইপলাইনে গ্যাস সরবরাহের সিদ্ধান্ত হলে খুলনার মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠেন।

বাবুল হাওলাদার বলেন, খুলনায় গ্যাস সরবরাহের দাবিতে শিগগিরই প্রধান উপদেষ্টা এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি এবং মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। এ ব্যাপারে পেট্রোবাংলা দ্রুত সিদ্ধান্ত না পাল্টালে খুলনার নাগরিক সমাজ প্রয়োজনে সর্বস্তরের নাগরিককে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক আ ফ ম মহসীন, এস এম দেলোয়ার হোসেন, নিতাই পাল, মুনীর চৌধুরী সোহেল, মিজানুর রহমান বাবু প্রমুখ।

আরও পড়ুন

×