ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বগুড়ায় কিশোর গ্যাংয়ের মারধরে ২ সাংবাদিক আহত

বগুড়ায় কিশোর গ্যাংয়ের মারধরে ২ সাংবাদিক আহত

ছবি-সংগৃহীত

বগুড়া ব্যুরো 

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫ | ০৪:৫০

বগুড়ায় দুই সাংবাদিককে কিশোর গ্যাংয়ের সদস্যরা মারধর করেছে। রোববার শহরের জলেম্বরীতলা জেলখানা মোড়ে এ ঘটনা ঘটে।

মারধরে আহত সাংবাদিকরা হলেন, ইংরেজি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের উত্তরাঞ্চল প্রধান খোরশেদ আলম ও অনলাইন সংবাদমাধ্যম বগুড়া লাইভের প্রতিনিধি আসাবোদৌলা লিওন। তাদেরকে শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত সাংবাদিকরা জানান, বিকেল ৩টার দিকে তারা জলেশ্বরীতলা এলাকায় একটি ফাস্টফুডের দোকানে জুস পান করেন। সেখান থেকে বের হলে ১০-১২ জনের কিশোর গ্যাংয়ের সদস্যরা জানতে চান সাংবাদিকদের বাড়ি কোথায়। বাড়ির ঠিকানা বলা নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে কিশোর গ্যাংয়ের সদস্যরা তাদের মারধর করে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। 

সাংবাদিক খোরশেদ আলম বলেন, কোনো কারণ ছাড়াই অতর্কিতভাবে তারা হামলা চালিয়েছে। এসময় তিনি হামলাকারী কিশোর গ্যাংয়ের সদস্যদের গ্রেপ্তারের দাবি জানান।

বগুড়া সদর থানার ওসি এস এম মঈন উদ্দিন বলেন, বিষয়টি মৌখিকভাবে শুনেছি লিখিত পেলে ব্যবস্থা নেওয়া হবে।
 

আরও পড়ুন

×