সাবেক এমপি সুমনের জামিন নামঞ্জুর

ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫ | ২০:১৫
হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার বিকেলে হবিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কামরুল ইসলাম এ আদেশ দেন।
কোর্ট ইন্সপেক্টর নাজমুল হক জানান, চুনারুঘাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় মামলা হয়। সেই মামলায় সোমবার ব্যারিস্টার সুমনের জামিন শুনানির দিন ধার্য করা ছিল।
সাবেক সংসদ সদস্য সুমনের পক্ষে জামিন শুনানি করেন আইনজীবী আবদুস শহীদ। পরে রাষ্ট্রপক্ষ এ আবেদনের বিরোধিতা করে। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুরের আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী আবদুস শহীদ বলেন, ব্যারিস্টার সুমনের জামিনের শুনানির জন্য দিনটি ধার্য ছিল। চুনারুঘাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় সুমনের সম্পৃক্ততা রয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
সুমনের আইনজীবী বলেন, এ ঘটনার সময় ব্যারিস্টার সুমন ঢাকায় ছিলেন। এর সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। ব্যারিস্টার সুমন নিজেও বিচারকের সঙ্গে কথা বলেছেন।
এ দিকে আদালতে তোলার সময় ব্যরিস্টার সুমন দেশের মানুষের মঙ্গল কামনা করেছেন।
- বিষয় :
- হবিগঞ্জ
- ব্যারিস্টার সুমন
- জামিন নামঞ্জুর