ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

কোম্পানীগঞ্জে দুর্বৃত্তের হামলায় যুবলীগ নেতা নিহত

কোম্পানীগঞ্জে দুর্বৃত্তের হামলায় যুবলীগ নেতা নিহত

আবদুল কাদের মিলন

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫ | ১৪:২২

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দুর্বৃত্তদের হামলায় চরহাজারী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল কাদের মিলন (৩৬) নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে চরপার্বতী ইউনিয়নের আছিয়া বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় বাড়ি যাওয়ার পথে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন তিনি। 

খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ তাঁকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থা অবনতি ঘটে। তাঁকে ঢাকা নেওয়ার পথে কাঁচপুর এলাকায় মৃত্যু হয়। 

এ ব্যাপারে জানার জন্য স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগ নেতাদের মোবাইলে ফোন করলে তাদের নম্বর বন্ধ পাওয়া গেছে। 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, আবদুল কাদের মিলন নিহতের  ঘটনায় তদন্ত চলছে। থানায় মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

আরও পড়ুন

×