ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

ফাইল ছবি

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫ | ২৩:৩৬

তিন ঘণ্টা পর রাত সোয়া ৯টায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। এর আগে শনিবার সন্ধ্যা ৫টা ৫৩ মিনিটে সিলেটগামী পারাবত এক্সপ্রেস মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর রেলস্টেশন পৌঁছালে ইঞ্জিন বিকল হলে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। 

শমশেরনগর রেলস্টেশন মাস্টার জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, শনিবার সন্ধ্যা ৫টা ৫৩ মিনিটে ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস শমশেরনগর রেলস্টেশন পৌঁছালে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। পরে সিলেট থেকে বিকল্প ইঞ্জিন এসে প্রায় তিন ঘণ্টা পর রাত সোয়া ৯টায় পুনরায় সিলেটের উদ্দেশে যাত্রা শুরু করে। 

ইঞ্জিন বিকল হওয়ায় সিলেটগামী যাত্রীরা দুর্ভোগে পড়েন। অনেক যাত্রী বাধ্য হয়ে বিকল্প পথে গন্তব্যে ছুটে যান।

শমশেরনগর রেলস্টেশন মাস্টার জামাল হোসেন বলেন, সিলেটগামী পারাবত এক্সপ্রেস শমশেরনগর রেলস্টেশন আসার পর ইঞ্জিন বিকল হয়ে পড়ে। পরে রাত সোয়া ৯টার দিকে সিলেট থেকে বিকল্প ইঞ্জিন আসার পর পুনরায় সিলেটের উদ্দেশ্য ট্রেনটি যাত্রা শুরু করে। এ সময় সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেন ভানুগাছ রেলওয়ে স্টেশনে আটকা পড়ে। রাত সাড়ে ৯টার দিকে কালনী এক্সপ্রেস সিলেটের উদ্দেশে ছেড়ে যায়।

আরও পড়ুন

×