ধর্ষণের ভিডিও দেখিয়ে দলবেঁধে ধর্ষণ

প্রতীকী ছবি
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫ | ১৭:৪৫ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৫ | ১৯:২২
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে এক তরুণীকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় নয়ন মোল্লা (২০) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে ভুক্তভোগীর বাবা মামলা করলে উপজেলার আব্দুল্লাপুরে নিজ বাড়ি থেকে নয়নকে গ্রেপ্তার করা হয়।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, মেয়েটির সঙ্গে আগে সম্পর্ক ছিল নয়নের। তাদের সঙ্গে ছাড়াছাড়ি হলে অন্য এক তরুণের সঙ্গে প্রেম হয় ওই তরুণীর। সম্প্রতি প্রেমিকের সঙ্গে তার ঝগড়া হয়। ঝগড়া মিটিয়ে দেওয়ার নাম করে মেয়েটিকে গত ২৮ মার্চ নিজ বাসায় ডেকে নেয় নয়ন। নির্জন বাড়িতে পৌঁছালে তাকে ধর্ষণ করে নয়ন। নয়নের সহযোগী মো. জীবন শেখ (২০), আপন বেপারী (১৯), আরমান (১৮) ও মিরাজ (১৯) আড়াল থেকে এ ঘটনার ভিডিও ধারণ করে। পরে ওই ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে সবাই পালাক্রমে মেয়েটিকে ধর্ষণ করে।
ভয়ে বিষয়টি কাউকে জানাননি ভুক্তভোগী তরুণী। কিন্তু দুই দিন আগে নয়নের লোকজন ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। পরে শনিবার রাতে মেয়েটির বাবা থানায় মামলা করেন।
মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, ধর্ষণের ঘটনাটি পরিকল্পিত। অভিযোগ পেয়ে রাতেই একজনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার কথা স্বীকার করেছে। অন্য ছেলের সঙ্গে ওই মেয়ের সম্পর্কে ক্ষুব্ধ হয়ে সহযোগীদের নিয়ে এই ঘটনা ঘটিয়েছে নয়ন। জড়িত অন্যদের গ্রেপ্তারেও চেষ্টা চলছে।
- বিষয় :
- মুন্সীগঞ্জ
- দলবদ্ধ ধর্ষণ