বাবা-মা ফিরে দেখেন মেয়ের লাশ ঝুলছে

প্রতীকী ছবি
ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫ | ১৯:১৭
বগুড়ার ধুনট উপজেলায় প্রাপ্তিবালা (১১) নামের পঞ্চম শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় বাবা-মা কাজ থেকে বাড়ি ফিরে মেয়ের লাশ ঝুলন্ত অবস্থায় পান। প্রাথমিকভাবে তার মৃত্যুর কারণ জানাতে পারেনি কেউ।
নিহত প্রাপ্তিবালা উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের বানিয়াযান গ্রামের পবন চন্দ্রের মেয়ে। সে বানিয়াযান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।
বাবা পবন চন্দ্র জানান, শনিবার ভোরে মেয়েকে বাড়িতে রেখে তিনি ও তাঁর স্ত্রী উলুপি রানী বৈশাখী চরে ভুট্টা তোলার কাজে যান। সন্ধ্যায় বাড়ি ফিরে দেখেন ঘরের আড়ার সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় মেয়ের ঝুলন্ত লাশ। বিষয়টি পুলিশকে জানালে তারা লাশ উদ্ধার করে। কীভাবে তার মৃত্যু হয়েছে, তা বলতে পারছেন না তারা।
ধুনট থানার ওসি সাইদুল আলম বলেন, স্কুলছাত্রী প্রাপ্তিবালার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- বগুড়া
- ঝুলন্ত লাশ উদ্ধার