ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

নববর্ষেও বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ: দুলু

নববর্ষেও বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ: দুলু

ছবি: সমকাল

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫ | ২২:৩১

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাঙালি প্রাণের উৎসব নববর্ষ উপলক্ষেও বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছে। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে আমরা দেখেছি এই পহেলা বৈশাখ আসলেই শেখ হাসিনা র‍্যাব-পুলিশ দিয়ে একটি অবস্থা সৃষ্টির চেষ্টা করতো। জঙ্গি জঙ্গি খেলা করতো। এগুলো করে সারা বিশ্বে বাংলাদেশের মানুষকে জঙ্গি প্রমাণ করার চেষ্টা করতো। শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য। আজকে হাসিনা নাই, দেশে জঙ্গিও নাই।

সোমবার পহেলা বৈশাখ উপলক্ষ্যে নাটোর জেলা বিএনপি আয়োজিত আনন্দ মিছিল শেষে এক সমাবেশ তিনি এমন মন্তব্য করেন।

দুলু বলেন, পহেলা বৈশাখ উপলক্ষ্যে আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ- সকল ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তবে আমাদের ভুলে গেলে চলবে না নাটোরে যারা আমাদের রক্ত ঝড়িয়েছে, আমাদের নেতাকর্মীদেরকে হত্যা করেছে তাদের কোনোভাবেই ক্ষমা করা যাবে না।

তিনি আরও বলেন, নাটোরের অবৈধ সন্ত্রাসী এমপি গোপনে আস্ফালন করার চেষ্টা করছে। এই সন্ত্রাসীকে দমনে নাটোরের বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। এই সন্ত্রাসীদের জন্য ঈদে বাড়িতে এসে খাবার না খেয়ে ঢাকায় ফিরে যেতে হয়েছে। এগুলো আমরা ভুলে যাইনি। এই সন্ত্রাসীদের বিচার নাটোরের মাটিতেই করবো।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক, সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম প্রমুখ।

আরও পড়ুন

×