ফ্যানে ঝুলছিল ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তার মরদেহ

প্রতীকী ছবি
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫ | ১৯:১৩
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় রাকিব হাসান (২৮) নামে ব্যাংকের এক জ্যেষ্ঠ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে সূচিপাড়া বাজারের আপন প্লাজার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
রাকিব সূচিপাড়া জনতা ব্যাংক পিএলসির জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি শরীয়তপুর জেলার জাজিরা থানার পাঁচুখার কান্দি এলাকার সিরাজ সরদারের ছেলে।
আজ দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার।
পুলিশ জানায়, রাকিব সোমবার রাত সাড়ে ১১টার দিকে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েন। সকাল ৮টার দিকে তার কক্ষের দরজা বন্ধ থাকায় অন্যদের সন্দেহ হয়। তখন স্থানীয়দের সহযোগিতায় থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। পরে কক্ষের দরজা ভেঙে ফ্যানে ঝুলতে দেখে পুলিশ।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- চাঁদপুর
- ব্যাংক কর্মকর্তা
- মরদেহ উদ্ধার