ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

চাটমোহরে এসএসসি পরীক্ষার কেন্দ্রসচিবসহ ৩ শিক্ষক বহিষ্কার

চাটমোহরে এসএসসি পরীক্ষার কেন্দ্রসচিবসহ ৩ শিক্ষক বহিষ্কার

বহিষ্কৃতি কেন্দ্রসচিব মাওলানা আব্দুর রাজ্জাক। ছবি: সংগৃহীত

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫ | ১৬:৩২ | আপডেট: ১৭ এপ্রিল ২০২৫ | ১৬:৩৮

পাবনার চাটমোহরে চলমান এসএসসি (দাখিল) পরীক্ষা কেন্দ্রে অনিয়ম করার অভিযোগে কেন্দ্রসচিবসহ তিন জনকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে তাদের অর্থদণ্ডও দেওয়া হয়।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় পৌর শহরের সামাদ সওদা মহিলা দাখিল মাদ্রাসা কেন্দ্র পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাকিল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই তিনজনের প্রত্যেককে ৩৩ হাজার টাকা করে মোট ৯৯ হাজার টাকা জরিমানা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, সামাদ সওদা মহিলা দাখিল মাদ্রাসার কেন্দ্রসচিব রামচন্দ্রপুর আলিম মাদ্রাসার সুপার মাওলানা আব্দুর রাজ্জাক, কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত বরদানগর আব্বাছিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সাইদুল ইসলাম ও সামাদ সওদা মহিলা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা মোসলেম উদ্দিন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, চলমান এসএসসি (দাখিল) পরীক্ষায় সামাদ সওদা মহিলা দাখিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার ওএমআর শিট একরকম ও প্রশ্নপত্র অন্যরকম দেওয়ার বিষয়টি গোপন সূত্রে জানতে পারেন উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী। এ সময় তিনি এসিল্যান্ড মেহেদী হাসান শাকিলকে নিয়ে ওই কেন্দ্রে অভিযান পরিচালনা করেন। বিষয়টির সত্যতা ও অভিযোগ প্রমাণিত হওয়ায় কেন্দ্র সচিবসহ ওই তিন শিক্ষককে দণ্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী বলেন, ওএমআর শিট বিতরণে অনিয়ম করা হয়েছে। যে নিয়মে বিতরণ করার কথা ছিল সেটা ওই তিন জন মানেননি। এতে পরীক্ষার্থীদের কোনো সমস্যা হবে না। তবে আইন অমান্য ও অনিয়ম করার অভিযোগে তাদেরকে শাস্তি প্রদান করা হয়েছে।

আরও পড়ুন

×